Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার এর প্রয়োজনীয় কাগপত্রাদী
বিস্তারিত

১। অনলাইনে ফরম-২ প্রিন্ট করে ৩৩নং ক্রমিকে এবং ৪৩ ক্রমিকে নিজ স্বাক্ষর এবং ৩৪ নং ক্রমিকে পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর ও স্বাক্ষর এবং ৪০নং ক্রমিকে চেয়ারম্যান/কাউন্সিলর এর জাতীয় পরিচয় পত্র নম্বর ও সিল সহ স্বাক্ষর।

২। অনলাইনকৃত জন্ম সনদ ফটোকপি।

৩। পিএসসি/জেএসসি/জেডিসি/এসএসসি/দাখিল পাশের সনদ ফটোকপি

৪। পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। (মৃত হলে অনলাইন মৃত্যুৎ সনদ)

৫। অনলাইনকৃত নাগরিক সনদ মূল কপি।

৬। বাড়ির বিদ্যুৎ বিল/পানি বিল এর ফটোকপি।

৭। স্বামী/স্ত্রী (বিবাহিতদের ক্ষেত্রে) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি/কাবিননাম

৮। প্রবাসী ভোটারের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট/বিমান টিকিট এর ফটোকপি।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
20/08/2023
আর্কাইভ তারিখ
01/11/2048